ওভাল: ৫০ বছর পর ফের এবার ওভালের মাটিতে তেরঙ্গা উড়ল শূন্যে। বিরাট জয়ধ্বনি। গ্যালারিতে দাপট ভারতীয় সমর্থকদের। ইংল্য়ান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৫৭ রানের বিশাল ব্যবধানে জয়। আর এরপরই দলের সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি সিরিজে নিজে অর্ধশতরান করেছেন। কিন্তু শতরান পাননি দুবার। তবে তা নিয়ে কোনও আফশোস নেই। বরঞ্চ দলের জয়ের সাফল্যই বেশি করে উদযাপন করতে চাইছেন বিরাট। 


লর্ডসে জয় পেয়েছিল ভারত। এরপর ওভালেও জয়। ম্যাচের শেষে বিরাট বলেন, 'আমার মনে হয় দুটো ম্যাচেই দলের ছেলেরা তাঁদের অগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা এখানে কোনওভাবেই শুধু ম্যাচ খেলতে আসিনি। ম্যাচটা জিততেও এসেছিলাম। প্রত্যেকের জন্য আমি ভীষণভাবে গর্বিত। লর্ডসেও আমি এই কথাটাই বলেছিলাম। বােলারদের জন্য খুব গর্বিত আমি। আমার অধিনায়কত্বে সেরা তিনটি বোলিং পারফরম্যান্সের মধ্যে আমি ওভালে বোলারদের পারফরম্যান্সকে ধরব।'


ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৬৬ বোর্ডে তুলে নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ডের সামনে ৩৬৮ রানের লক্ষ্যমাত্রা দেয় টিম ইন্ডিয়া। ম্যাচে সেখানেই প্রায় অনেকটা এগিয়ে গিয়েছিল ভারত। এর ওপর আবার শেষ দিনে জাদেজার মতো স্পিনারকে সামলানোর ব্য়াপার ছিল। বিরাট বলেন, 'গরম ছিল আবহাওয়া। পিচেও ক্ষত তৈরি হয়েছিল। আমরা জাদেজাকে দিয়ে তাই আক্রমণ করাতে চেয়েছিলাম। পেস বোলাররা রিভার্স স্যুইং পেয়েছিল। আমরা আশাবাদী ছিলাম যে বিপক্ষের ২০ উইকেটই তুলে নিতে পারব।' ব্য়াট হাতে শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন, 'রোহিতের ইনিংস অসাধারণ। শার্দুল একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। ওর দুটো অর্ধশতরান প্রতিপক্ষের মনোবল নষ্ট করে দিয়েছিল। আমরা আলাদা করে কোনও নম্বরে বিশ্বাসী নই। আমরা জানতাম কি করতে হবে। গ্রুপে আলোচনাও হয়েছি।'


কোভিড আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে এই জয়ের আনন্দে সামিল হতে পারেননি রবি শাস্ত্রী। আইসোলেশনে রয়েছেন বাকি সাপোর্ট স্টাফরাও। বিরাট বলেন, 'এটা খুব দুঃখের খবর যে ওঁরা আজ এই সেলিব্রেশনে আমাদের সঙ্গে নেই। কিন্তু সবাই খুব খুশি। বাইরে কে, কী বলছে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করছি না। পরবর্তী লক্ষ্যও আমাদের স্থির।' 


এই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। সেই ম্যাচ ড্র করতে পারলেই সিরিজে জয় ছিনিয়ে নিতে পারবে টিম ইন্ডিয়া।