ওভাল: দুরন্ত জয় ভারতের। চতুর্থ টেস্টে ইংল্য়ান্ডকে ১৫৭  রানে হারিয়ে দিল বিরাট বাহিনী। জয়ের জন্য ইংল্য়ান্ডের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১২০ ওভারে ৩৬৮ রান। কিন্তু শেষদিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রুটদের ব্যাটিং লাইন আপ। ২১০ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ৫০ বছর পর ফের ওভালে দুরন্ত জয় ভারতের। বল হাতে রীতিমতো ব্রিটিশ ভূমিতে দাপট দেখালেন জয়প্রীত বুমরা, উমেশ যাদব, শার্দুল ঠাকুররা। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত শর্মা। 


বিনা উইকেটে ৭৭ রান বোর্ডে তুলেছিল ইংল্য়ান্ড গতকাল। সেখান থেকেই ম্যাচ শুরু করে তাঁরা। কিন্তু এদিন শুরু থেকেই বেশ নড়বড়ে লাগছিল ২ ওপেনারকেই। যদিও হাসিব হামিদ এদিন অর্ধশতরান পূরণ করেন। তবে ররি বার্নসকে তুলে নিয়ে প্রধান আঘাত হানেন শার্দুল। এরপর খুব তাড়াতাড়ি ফিরে যান মালানও। ৫ রান করে রান আউট হয়ে যান তিনি। হামিদ ৬৩ রান করে জাদেজার বলে ফিরে যান। এরপর রুট ছাড়া কেউই ছিলেন না ইংল্যান্ডের হাল ধরার। ভারতীয় বোলাররা ক্রমেই অনবদ্য হয়ে উঠলেন। তিন পেসার বুমরা, শার্দুল, উমেশ প্রত্যেকেই সফল। ইংল্য়ান্ড অধিনায়ক ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরতেই ভারতের জয়ের সম্ভাবনা পুরোপুরি উজ্জ্বল হয়ে যায়। 


লোয়ার অর্ডারে একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন ওকস, ওভার্টন, রবিনসন। তবে তা কোনওভাবেই যথেষ্ট ছিল না। ভারতীয় বোলারদের মধ্যে ৩ উইকেট নেন উমেশ। ২টো করে উইকেট পান শার্দুল, বুমরা, জাদেজা। এর আগে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে ১৯১ রান বোর্ডে তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্য়ান্ড তোলে ২৯০ রান। দ্বিতীয় ইনিংসে যদিও রোহিত শর্মার দুরন্ত শতরানের ওপর নির্ভর করে বোর্ডে ৪৬৬ রান তুলে নেয় ভারত। পাহাড়়প্রমাণ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামে। এর আগে ১৯৭১ সালে শেষবার এই মাঠে টেস্ট জিতেছিল ভারত। সিরিজের শেষ টেস্ট আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু।