ইনদওর: অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতরান এবং অজিঙ্কা রাহানের ১৮৮ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে রানের পাহাড় গড়ল ভারত। রবিবার ৫ উইকেটে ৫৫৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন কোহলি। দিনের শেষে বিনা উইকেটে ২৮ রান তুলেছে কিউয়িরা। ম্যাচের এখনও তিন দিন বাকি। তার মধ্যে বিপক্ষকে দু বার আউট করে সিরিজ হোয়াইটওয়াশ করাই কোহলিদের লক্ষ্য।
প্রথমদিন শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৬৭। এদিন সেখান থেকে শুরু করেন কোহলি ও রাহানে। মধ্যাহ্নভোজের বিরতির আগেই তাঁরা শতরান পূরণ করে ফেলেন। এরপর কোহলি দ্বিশতরানও করে ফেলেন। পরপর দুটি সিরিজে দ্বিশতরান করলেন কোহলি। তাঁর আগে ভারতের কোনও অধিনায়ক দু বার দ্বিশতরান করতে পারেননি। নয়া নজির গড়লেন কোহলি। শেষপর্যন্ত তিনি ২১১ রানে থামেন। রাহানেও নিশ্চিত দ্বিশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৮৮ রানে আউট হয়ে যান। রোহিত শর্মাও রানের উৎসবে যোগ দেন। তিনি ৫১ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল (১৭) ও টম লাথাম (৬) এদিন ৯ ওভার সামলে দিয়েছেন। তবে তাঁদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ, ভারত এখনও ৫২৯ রানে এগিয়ে। ফলো অন এড়ানোই কিউয়িদের প্রাথমিক লক্ষ্য।
কোহলি, রাহানের দাপটে রানের পাহাড়ে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2016 05:25 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -