দুবাই: টি-২০ ক্রিকেটে আইসিসি-র ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিং-এ প্রথম স্থান ধরে রাখলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে চার ধাপ এগিয়ে এসে সেরা পাঁচ বোলারের তালিকায় চলে এলেন স্পিনার আর অশ্বিন। বোলারদের র‌্যাঙ্কিং-এ  তিনি তৃতীয়। র‌্যাঙ্কিং-এ চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে কে এল রাহুলের। আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দুই ম্যাচের সিরিজে সেঞ্চুরির দৌলতে ৬৭ ধাপ এগিয়ে কে এল রাহুল উঠে এসেছেন ৩১ তম স্থানে। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল ১১০ রানে অপরাজিত থাকেন। যদিও ম্যাচটি মাত্র ১ রানে হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ের ফলে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সামান্য ব্যবধানে ভারতের থেকে এগিয়ে থেকে আইসিসি র‌্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে উঠে এল। সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ানরা ভারতের ১২৮ থেকে থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় স্থানে ছিল। সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১২৬। ভারতের ১২৫। ১৩২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।