জিম্বাবোয়ে সফরে কোহলি, রোহিত, শিখরকে বিশ্রামের ভাবনা বোর্ডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 05:11 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: আগামী মাসে ভারতের জিম্বাবোয়ে সফরে বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার ভাবনাচিন্তা করছে বিসিসিআই৷ বোর্ড সূত্রের খবর, বিশ্রাম দেওয়া হতে পারে কোহলি, রোহিত শর্মা ও শিখর ধবনকে৷ গত পাঁচ মাসে এই তিন ক্রিকেটার সবধরনের ক্রিকেট প্রচুর খেলায় তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বোর্ড৷ কারন, তারপরেই রয়েছে ভারতীয় দলের গুরুত্বপূর্ন ওঃ ইন্ডিজ সফর৷ এখানেই শেষ নয়, বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকেও৷ আগামি ১১ই জুন থেকে শুরু হবে সিরিজ৷ ৩টি একদিনের ও ৩টি টি-২০ ম্যাচ হবে সিরিজে৷
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -