ইনদওর: সাময়িক খারাপ ফর্ম কাটিয়ে ফের স্বমহিমায় অধিনায়ক বিরাট। কোহলির শতরানের ওপর ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় রানের লক্ষ্যে ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৬৭/৩। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ২৬৭। ক্রিজে রয়েছেন কোহলি (১০৩)। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অজিঙ্ক রাহানে (৭৯)। এদিন টসে জিতে হোলকার ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রায় দুবছর পর ফের টেস্ট ক্যাপ উঠল গৌতম গম্ভীরের মাথায়। ইনদওরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এগারোয় জায়গা পেলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই ধাক্কা খায় ভারত। পঞ্চম ওভারেই ফিরে যান ওপেনার মুরলী বিজয় (১০)। অন্যদিকে, দুবছর পর টেস্ট দলে ফিরে ভালই শুরু করেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু, বোল্টের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ৩টে চার ও ২টি ছক্কা সহ গম্ভীর করেন ২৯। ক্রিজে আসেন অধিনায়ক বিরাট। সঙ্গী চেতেশ্বর পূজারা। তৃতীয় উইকেটে ৪০ রান যোগ করে যখন বিপজ্জনক হয়ে উঠছিল এই জুটি, তখনই ফের ছন্দপতন। স্যান্টনারের বলে বোল্ড হন পূজারা। (৪১)। এরপর অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। দুজন মিলে অপরাজিত ১৬৭ রান যোগ করে দিন শেষ করেন। সিরিজ পকেটে নিয়ে ইনদওরে তৃতীয় তথা শেষ টেস্ট খেলতে নেমেছে বিরাট-বাহিনী। ইডেন ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আহত লোকেশ রাহুল এবং ভূবনেশ্বর কুমারের জায়গায় দলে এসেছেন যথাক্রমে গৌতম গম্ভীর এবং উমেশ যাদব। অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম এগারোয় ফিরেছেন স্থায়ী অধিনায়ক কেন উইলিয়ামসন। দল: (ভারত) – বিরাট কোহলি(অধিনায়ক), মুরলী বিজয়, গৌতম গম্ভীর, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, ঋদ্ধিমান শাহা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, উমেশ যাদব। দল: (নিউজিল্যান্ড) – টম লাথাম, মার্টিন গাপ্টিল, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রস টেলর, লিউক রঙ্কি, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ব্র্যাডলি ওয়াটলিং, জীতন পটেল, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।