নয়াদিল্লি: এ বছরের অগাস্টে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। এই সফরের প্রস্তুতির জন্য আইপিএল-এর পরেই কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি কোন দলের হয়ে খেলবেন, সেটা এখনও ঠিক হয়নি। সারে ও এসেক্সের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিসিসিআই-এর এক আধিকারিক। বিরাটের কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি আশাবাদী, এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দল দারুণ পারফরম্যান্স দেখাবে।
এর আগে ২০১৪ সালের ইংল্যান্ড সফরে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। ওই সফরে তিনি একটিও অর্ধশতরান করতে পারেননি। অফস্ট্যাম্পের বাইরের বলে তাঁকে বারবার পরাস্ত করেছিলেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনরা। এবার ভাল পারফরম্যান্স দেখাতে মরিয়া বিরাট। সেই কারণেই তিনি কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন।
বিসিসিআই সূত্রে খবর, এবারের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের আগে যত বেশি সম্ভব ভারতীয় ক্রিকেটারকে সেদেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য খেলতে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। চেতেশ্বর পূজারা ইয়র্কশায়ারের হয়ে এবং ইশান্ত শর্মা ডারহামের হয়ে খেলবেন। এছাড়া কয়েকজন সিনিয়র ক্রিকেটার ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে খেলতে যাবেন। মুরলী বিজয়, অজিঙ্ক রাহানেরাও ইংল্যান্ড সফরের জন্য বিশেষ প্রস্তুতি নেবেন।
ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য কাউন্টি খেলবেন বিরাট, সিদ্ধান্তকে স্বাগত লক্ষ্মণের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Mar 2018 04:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -