কলকাতা: বিরাট কোহলির মানবিক রূপ!


মঙ্গলবার, ইডেন গার্ডেন্সে টিম ইন্ডিয়ার অনুশীলন চলাকালীন সংবাদমাধ্যমের এক কর্মীর চোট লাগলে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাঁর শুশ্রুষার ব্যবস্থা করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।


অনুশীলনে নেটে ব্যাট করছিলেন বিরাট। বল করছিলেন বাংলার মহম্মদ শামি। তাঁর একটি ডেলিভারি কোহলি ব্যাটে ঠেকাতে মিস করলে, বলটি কোনওভাবে নেট ফুঁড়ে পেছনে দাঁড়িয়ে অনুশীলন ‘কভার’ করতে আসা একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরাম্যানের কপালে লাগে।


বিষয়টি দেখেই, অনুশীলন থামিয়ে ওই সংবাদকর্মীর কাছে যান কোহলি। তাঁর চোট খতিয়ে দেখেন। এগিয়ে আসেন শামিও। কোহলি সঙ্গে সঙ্গে দলের ফিজিওকে ডেকে ওই সংবাদকর্মীর চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি সুস্থ হওয়ার পরই ফের অনুশীলন শুরু করেন ভারত অধিনায়ক।



এর আগে, এক কার্পেন্টারকে ডেকে ব্যাটের ‘ব্লেড’-এর দৈর্ঘ্য কাটিয়ে প্রায় এক ইঞ্চি ছোট করান কোহলি। এদিন তাঁকে ছোট হ্যান্ডল ব্যবহার করেও ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। লক্ষ্য, ‘বটম হ্যান্ড’-এ বেশি নিয়ন্ত্রণ নিয়ে আসা।


প্রসঙ্গত, একদিন ও টি-২০ ম্যাচে দুর্ধর্ষ ফর্মে দেখা গেলেও, টেস্টে বেশ কিছুদিন ধরেই নিষ্প্রভ কোহলি। ক্রিকেটের সবচেয়ে বড় ফর্ম্যাটে বছরের গোড়ায় শেষ শতরান এসেছে অধিনায়কের ব্যাট থেকে।


গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিরুদ্ধে ২০৪ রান করেছিলেন  কোহলি। তারপর থেকে টেস্টে কোহলির রান যথাক্রমে— ৪২, ১৩, ৬, ১২ ও ০।