নয়াদিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ না ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য কাউন্টি ক্রিকেট? ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি কোথায় খেলবেন, সেটা নিয়ে বিসিসিআই কর্তারা দ্বিধাবিভক্ত ছিলেন। তবে শেষপর্যন্ত কাউন্টি ক্রিকেটকেই বেছে নিলেন বিরাট। তিনি সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। জুনে এই কাউন্টি দলের হয়ে খেলবেন তিনি। বিরাট ছাড়াও এই মরসুমে কাউন্টি ক্রিকেট খেলছেন চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, অক্ষর পটেল ও বরুণ অ্যারন।


সারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বিরাট বলেছেন, ‘আমার অনেকদিন ধরেই কাউন্টি ক্রিকেট খেলার ইচ্ছা ছিল। আমাকে সেই সুযোগ দেওয়ায় আলেক স্টুয়ার্ট ও সারেকে ধন্যবাদ। কিয়া ওভালে খেলতে নামার জন্য তর সইছে না।’

সারের ডিরেক্টর অফ ক্রিকেট স্টুয়ার্ট বলেছেন, ‘জুন মাসের জন্য বিশ্বের সবচেয়ে নামী ক্রিকেটারকে সই করাতে পেরে আমরা রোমাঞ্চিত। বিরাটের সঙ্গে অনুশীলন করা ও খেলার সুযোগ পেয়ে আমাদের ক্রিকেটারদের অনেক উপকার হবে। ওরা বিরাটের কাছ থেকে অনেককিছু শিখতে পারবে। কাউন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন বিরাটের খেলতে আসা আমাদের ঘরোয়া ক্রিকেটকে উজ্জীবিত করবে। এর ফলে সব দেশই উপকৃত হবে।’