নয়াদিল্লি: ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি শুধু একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন, ফিটনেসের দিক থেকেও তিনি সেরা ক্রিকেটারদের অন্যতম। ভারতীয় দলে ফিটনেসের নতুন ধারা প্রবর্তন করেছেন কোহলি। কিন্তু তাঁর এই ফিটনেস ও ডায়েটের তত্ত্ব মানতে নারাজ আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ। তাঁর দাবি, তিনি কোহলির চেয়ে লম্বা ছক্কা মারতে পারেন। তাই ডায়েট করার দরকার নেই।


জালালাবাদে জন্ম হলেও, পাকিস্তানে উদ্বাস্তু শিবিরে থাকার সময়ই ক্রিকেট খেলা শুরু শাহজাদের। তিনি উর্দু ও হিন্দি ভালই বলতে পারেন। পরের মাসে বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য অনেক আগেই ভারতে চলে এসেছে আফগানিস্তান দল। শাহজাদও এসেছেন দলের সঙ্গে। প্রস্তুতির ফাঁকেই ৫.৮ ফুট উচ্চতা ও ৯০ কেজি ওজনবিশিষ্ট এই ক্রিকেটার বলেছেন, ‘আমি ফিটনেসের জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আপস করতে পারব না। কোহলির মতো ফিটনেস রুটিন করা সম্ভব নয়। তবে আমি ওজন কমানোর চেষ্টা করছি। আমি কোহলির চেয়ে লম্বা ছক্কা মারতে পারি। তাই ওর মতো ডায়েটের কী দরকার?’

২০০৯ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন শাহজাদ। অত্যধিক ওজন নিয়ে সমালোচিত হলেও, তিনিই টি-২০-তে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। একদিনের ক্রিকেটে তিনি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। এক নম্বরে মহম্মদ নবি। ভারতে এর আগেও অনেকবার এসেছেন শাহজাদ। মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, শিখর ধবনদের সঙ্গে বন্ধুত্বের কথা জানিয়েছেন তিনি। ধোনিকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন এই আফগান।