বিজয়-বিরাটের শতরানে বাংলাদেশের বিরুদ্ধে চালকের আসনে ভারত
Web Desk, ABP Ananda | 09 Feb 2017 04:49 PM (IST)
হায়দরাবাদ: দিনের শুরুটা দেখে সবসময় বোঝা যায় না সারাদিনটা কেমন যাবে। বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া প্রবাদটাই ফের ব্যবহার করতে হচ্ছে। কারণ, ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টের শুরুটা স্বপ্নের মতো হয়েছিল। দিনের চতুর্থ বলেই মাত্র ২ রান করে তাস্কিন আহমেদের বলে বোল্ড হয়ে ফিরে যান লোকেশ রাহুল। সেই সময় ম্যাচে আধিপত্য বিস্তারের আশায় ছিল মুশফিকুর রহিমের দল। কিন্তু সেই আশায় বাধা হয়ে দাঁড়ালেন প্রথমে মুরলী বিজয় (১০৮) ও চেতেশ্বর পূজারা (৮৩) এবং পরে অধিনায়ক বিরাট কোহলি (১১১ অপরাজিত)। তাঁদের দাপটে দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৫৬। বিরাটের সঙ্গে ক্রিজে অজিঙ্ক রাহানে (৪৫ অপরাজিত)। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। প্রথম ওভারেই রাহুলের উইকেট হারাতে হলেও, তারপর দিনের বাকি সময়টা ভারতেরই দাপট দেখা গেল। বিজয় ও পূজারার জুটিতে ওঠে ১৭৮ রান। এরপর বিরাট ও রাহানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের শেষ পর্যন্ত যোগ হয়েছে ১২২ রান। এই দুটি পার্টনারশিপই ভারতকে দারুণ জায়গায় পৌঁছে দিয়েছে।