আইসিসি র্যাঙ্কিংয়ে একধাপ পিছোলেন কোহলি, অলরাউন্ডারের তালিকায় ফের শীর্ষে অশ্বিন
ABP Ananda, web desk | 13 Mar 2017 04:53 PM (IST)
দুবাই: আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে অল রাউন্ডের তালিকায় প্রথম স্থানে ফিরে এলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে বোলারদের তালিকায় শীর্ষস্থানই ধরে রেখেছেন তিনি। যদিও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে একধাপ পিছোলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। র্যাঙ্কিংয়ের তাঁর স্থান চতুর্থ। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি কোহলি। দুটি টেস্টের চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ০,১৩,১২ ও ১৫। ৯৩৬ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানেই রয়েছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্থান থেকে এক ধাপ নেমে তৃতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট। বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অন্যদিকে অল রাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে টপকে ফের শীর্ষে অশ্বিন। ৪৩৪ পয়েন্ট নিয়ে সাকিবের থেকে ৩১ পয়েন্টে এগিয়ে অশ্বিন।