মোহালি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা কাটাকাটির সময় আপত্তিকর শব্দ প্রয়োগ করায় ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকসকে তিরস্কার করল আইসিসি। এক বিবৃতিতে বলা হয়েছে, স্টোকস আচরণবিধি লঙ্ঘন করেছেন। সেই কারণে ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে এই ক্রিকেটারকে সরকারিভাবে তিরস্কার করেছেন। স্টোকস তাঁর অসঙ্গত আচরণের কথা মেনে নিয়েছেন।


মোহালিতে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন স্টোকস আউট হওয়ার পর তাঁর সঙ্গে কোহলির ঝামেলা শুরু হয়। দু জনকেই একে অপরের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। সাংবাদিক সম্মেলনে এসে উমেশ যাদব ও জনি বেয়ারস্টো বিষয়টি হাল্কা করে দেখানোর চেষ্টা করেন। তবে আইসিসি সূত্রে জানা গিয়েছে, মাঠে থাকা দুই আম্পায়ারই স্টোকসের মন্তব্য শুনতে পেয়েছেন। সেই কারণেই তাঁকে তিরস্কার করা হল। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ অর্থ জরিমানা করা হতে পারে।