কোহলির মাথা কাজ করছে না, দাবি মার্ক ওয়ার
Web Desk, ABP Ananda | 06 Mar 2017 07:27 AM (IST)
বেঙ্গালুরু: ভারতের অধিনায়ক বিরাট কোহলির মস্তিষ্ক বিলীন হয়ে গিয়েছে। তাঁর যেভাবে খেলা উচিত নয়, ঠিক সেভাবেই খেলছেন। ভাবছেনও নেতিবাচকভাবে। এর প্রভাব পড়ছে দলের উপর। এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা বর্তমানে জাতীয় নির্বাচক মার্ক ওয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে তিনটি ইনিংসেই বড় রান পাননি বিরাট। পরপর দু বার নাথান লিওনের বলে আউট হয়েছেন। এ প্রসঙ্গে মার্ক বলেছেন, ‘আউট হওয়ার আগের বলটাই লাফিয়ে উঠে কোহলির থাইপ্যাডে লাগে। একজন ভারতীয় ব্যাটসম্যানের কাছে এই বল খেলা সহজ। কিন্তু কোহলিকে দেখলাম লেগ-সাইডে দু জন ফিল্ডার থাকা নিয়ে উদ্বিগ্ন। এটা কোহলি-সুলভ নয়। ও বলেছিল, এই ম্যাচে আরও ভাল পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। কিন্তু ও নিজেই সেটা করতে পারছে না।’ মার্কের মতে, বিরাট ব্যাট করার সময় নেতিবাচক চিন্তা করছেন। যে বলে ঘুমিয়ে ঘুমিয়েও রান করতে পারেন, শুধু নেতিবাচক মনোভাবের জন্যই সেই বলে আউট হয়ে যাচ্ছেন। ভারতীয় ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার দুই স্পিনার লিওন ও স্টিভ ও’কিফির বিরুদ্ধে অত্যধিক রক্ষণাত্মক হয়ে পড়ছেন। সেই কারণেই তাঁরা সাফল্য পাচ্ছেন না।