কানপুর: অভিষেক টেস্টেই শতরান। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন শ্রেয়স আইয়ার। ম্যাচের প্রথম দিনে ব্যাট করতে নেমে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। এদিন সকালেই নিজের শতরান পূরণ করেন শ্রেয়স। ১৩ টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ১০৫ রানের ইনিংস খেলেন এই তরুণ মুম্বইকর। এই ইনিংস খেলার পরই প্রশংসিত হচ্ছেন শ্রেয়স। লাল বলে খেলার যোগ্যতা নেই তকমা ঘুচিয়ে যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তা মন জয় করে নিয়েছে সবার।
শ্রেয়স ইনিংস দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি সবাই। মাস্টার ব্লাস্টার নিজের ট্যুইটারে শ্রেয়সের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ''দুর্দান্ত শুরু তোমার টেস্ট কেরিয়ারের। ভারতীয় ক্রিকেট দলের সাদা পোশাকে তোমাকে দেখে খুব ভাল লাগছে। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।'' প্রথম টেস্টে না খেললেও শ্রেয়সের ব্যাটিং দেখে মজেছেন কোহলিও। তিনি লিখেছেন, 'দারুণ পারফরম্যান্স। অভিষেকে শতরানের জন্য অনেক অনেক অভিনন্দন।'
১০৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন শ্রেয়স। প্রথমে রাহানে ও তারপর জাডেজার সঙ্গে জুটি বাঁধেন তিনি। ভারতীয় হিসাবে ১৬তম ক্রিকেটার হলেও, কানপুরে তিনিই দ্বিতীয় ব্যাটার। কানপুরের পিচে কিংবদন্তী গুন্ডাপ্পা বিশ্বনাথ প্রথম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করেছিলেন। যদিও সেটা হয়েছিল ১৯৬৯ সালে। তারপর অবশ্য শ্রেয়সই সেঞ্চুরি করলেন অভিষেক টেস্টে। ৪১ নম্বর জার্সি পরে ব্যাট করতে নামেন।
পরিসংখ্যান অনুযায়ী, ১০ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরান করেন শ্রেয়স। কানপুরের পিচে অভিষেক টেস্টে সেঞ্চুরি পাননি কোনও ভারতীয়ই। গুন্ডাপ্পা বিশ্বনাথের পরই সেই তালিকায় নাম তুললেন শ্রেয়স আইয়ার। এই টেস্টের আগে গাভাসকারের হাত থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স, সহ-অধিনায়কের দায়িত্বে স্মিথ