মোহালি: আর কিছুক্ষণ পরেই মোহালিতে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। এই ম্যাচ শুরু হওয়ার আগে বিসিসিআই-এর প্রধান কিউরেটর দলজিৎ সিংহকে সংবর্ধনা দিতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এটাই কিউরেটর হিসেবে দলজিতের শেষ ম্যাচ। সেই কারণেই তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।
এ বিষয়ে এক কিউরেটর জানিয়েছেন, ‘২০১২ সালে প্রধান কিউরেটর হওয়ার পর সার্টিফিকেট কোর্স চালু করেন দলজিৎ। ২১ দিনের ওয়ার্কশপে থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়। প্রথমবার আমরা তরুণ কিউরেটরদের জন্য নির্দিষ্ট পাঠক্রমও চালু করি। দলজিৎই বলেন, আম্পায়ার ও ম্যাচ রেফারির মতোই সম্মান দিতে বলেন কিউরেটরদের। মোহালিতে আজ কিউরেটর হিসেবে তাঁর শেষ ম্যাচ। অমূল্য অবদানের জন্য তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।’
অন্য এক কিউরেটর বলেছেন, ‘দলজিৎই ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতায় পিচ তৈরির জন্য নিরপেক্ষ কিউরেটর নিয়োগের কথা বলেন। একইসঙ্গে তিনি জানতেন, উত্তর ভারতের কোনও রাজ্য সংস্থার কিউরেটরের পশ্চিম ভারতে কাজ করতে গিয়ে সমস্যা হবে। কারণ, সেই কিউরেটর সেখানকার মাটির উপাদানের বিষয়ে অবহিত নন। সেই কারণে সংশ্লিষ্ট অঞ্চল থেকেই কিউরেটর নিয়োগের কথা বলেন দলজিৎ। তাঁর অভাব অনুভূত হবে।’
মোহালিতে দলজিৎ সিংহকে সংবর্ধনা বিরাটের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Sep 2019 06:04 PM (IST)
এটাই কিউরেটর হিসেবে দলজিতের শেষ ম্যাচ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -