নয়াদিল্লি: সাংবাদিক সম্মেলন সেরেই বিদেশ সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের আগে পর্যন্তও কোচ-ক্যাপ্টেনের যৌথ সাংবাদিক সম্মেলনের এই ছবিই ক্রিকেট বিশ্ব দেখেছে। অতীতে দক্ষিণ আফ্রিকা সফর, ইংল্যান্ড সফর এবং অস্ট্রেলিয়া সফরের আগেও রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেই বিদেশের বিমানে উঠেছেন। এবার রবি শাস্ত্রী থাকলেও হয়ত বিরাটকে দেখা যাবে না। শোনা যাচ্ছে ‘দলীয় কোন্দল’-এর কারণেই সাংবাদিক বৈঠক এড়াতে চাইছেন বিরাট। আর সেটা সত্যি হলে ক্যারিবিয়ান সফরের আগে সাংবাদিক সম্মেলনে দেখা যাবে না তাঁকে।
সূত্রের খবর, বিশ্বকাপ সেমিফাইনালে কিউইদের বিরুদ্ধে হারের পর অধিনায়ক ও সহ-অধিনায়কের বিবাদ চরমে পৌঁছেছে। বিদেশ সফরে পরিবারের সঙ্গে ক্রিকেটারদের সময় দেওয়ানেওয়া নিয়েই নাকি বিরাট-রোহিতের মধ্যে মতবিরোধ হয়। রোহিত ইনস্টাগ্রামে বিরাট-পত্নী অনুষ্কা শর্মাকে আনফলো করার পর সেই গুঞ্জন আরও জোরদার হয়। যদিও বিরাট ও তাঁর ডেপুটির মধ্যে ‘ঝগড়া’-র বিষয়টি উড়িয়ে দিয়েছেন কমিটি অব অ্যাডমিনিসট্রেটরস প্রধান বিনোদ রাই। উল্টে সংবাদ মাধ্যমকেই নিশানা করেন তিনি। ‘সাংবাদিকরাই এমন ঘটনা তৈরি করে’, বিরাট-রোহিতের ঝগড়া প্রসঙ্গে মন্তব্য বিনোদ রাইয়ের।