বিরাটই আমাদের হারিয়ে দিল, বলছেন জিমি নিশম
Web Desk, ABP Ananda | 24 Oct 2016 03:58 PM (IST)
মোহালি: বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনির অসাধারণ পারফরম্যান্সই তৃতীয় একদিনের ম্যাচে তাঁদের হারিয়ে দিয়েছে বলে মনে করছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশম। তিনি বলেছেন, ‘বিরাট ও এমএস অসাধারণ ব্যাটিং করেছে। ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে ওরা সেরা। তাই ওদের বিরুদ্ধে সাফল্য পেতে গেলে ভাগ্যের সহায়তা দরকার। দুর্ভাগ্যজনকভাবে দুটি ক্ষেত্রে আমরা ভাগ্যের সহায়তা পাইনি।’ রবিবার মোহালিতে একদিনের আন্তর্জাতিকে প্রথম অর্ধশতরান করেন নিশম। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৮৫ রান করে। কিন্তু কোহলির অপরাজিত ১৫৪ এবং ধোনির ৮০ রানের সুবাদে সাত উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। কোহলি অবশ্য ভাগ্যের সহায়তা পেয়েছেন। ৬ রানের মাথায় ম্যাট হেনরির বলে তাঁর ক্যাচ ফস্কান রস টেলর। সেই কারণেই নিশম বলেছেন, ‘ব্যাটিং করার সময় আমরা যথেষ্ট লড়াই করেছি। তবে শেষপর্যন্ত যতটা রান হওয়া উচিত ছিল, তার চেয়ে কম রানই করেছি। আমরা বলটাও খারাপ করিনি। ৪০ থেকে ৪৫ ওভারের মধ্যে উইকেট নিতে পারলে আমরা ম্যাচে ফিরতাম। কিন্তু বিরাট যেভাবে ব্যাটিং করেছে, ও-ই আমাদের হারিয়ে দিয়েছে। পরের ম্যাচে আমরা ঠিক জায়গায় বল ফেলে ওকে আউট করার চেষ্টা করব। আশা করি সেদিন আমাদের চেষ্টা সফল হবে।’ কোহলি অপরাজিত শতরান করলেও, ধোনির ইনিংসটিও ভারতকে জিততে সাহায্য করেছে বলে মনে করছেন নিশম। তিনি বলছেন, ধোনির ব্যাটিংয়ের কৌশল তাঁরা জানতেন। কিন্তু কিছু করতে পারেননি। শিশির পড়ার ফলে কোনও সমস্যা হয়নি বলেই জানিয়েছেন নিশম।