ব্রিসবেন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বায় চতুর্থ টেস্টে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে তাঁর পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে। ভারতকে প্রায় খাদের কিনারা থেকে লড়াইয়ে ফিরিয়েছে। সেই শার্দুল ঠাকুর এবার পেয়ে গেলেন বিরাট সার্টিফিকেট!


হ্যাঁ, জাতীয় দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি প্রশংসায় ভরিয়ে দিলেন শার্দুলকে। সোশ্যাল মিডিয়ায় বিরাট শার্দুলকে মরাঠি ভাষায় অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, 'তুলা পারাত মানলা রে ঠাকুর'। বিরাটের ট্যুইটের কাহিনী পরে ফাঁস করেছেন সঞ্জয় মঞ্জরেকর। জানিয়েছেন, মরাঠি ভাষায় তুলা পারাত মানলার অর্থ তোমাকে আবার সেলাম। কিন্তু আবার কেন? সেটাও খোলসা করে জানিয়েছেন মঞ্জরেকর। ২০১৯ সালের ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কটকে ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে চাপের মুখে ১৭ রান করে জিতিয়েছিলেন শার্দুল। সেই ম্যাচের পর বিরাট যান মঞ্জরেকরের কাছে। মুম্বইয়ের ক্রিকেটার মঞ্জরেকরকে দিল্লির বিরাট জিজ্ঞেস করেন, মুম্বইয়েরই ক্রিকেটার শার্দুলকে মরাঠি ভাষায় প্রশংসা করে কী বলা যায়। তখন মঞ্জরেকর বিরাটকে এই লাইনটি শিখিয়ে দেন। রবিবার ফের ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান শার্দুল। যার পর সেই লাইনটি ব্যবহার করেই শুভেচ্ছা জানিয়েছেন বিরাট।



অ্যাডিলেড টেস্টে জঘন্য ব্যাটিং পারফরম্যান্সের পরেও মেলবোর্নে অসাধারণ কামব্যাক করেছিল ভারত। সিরিজ ১-১ করার পরে সিডনিতে চোট আঘাত নিয়ে ও অনবদ্য ড্র করে ভারত। একাধিক ক্রিকেটারের চোট আঘাত থাকার ফলে ব্রিসবেনে অজিদের প্রথম একাদশের বিপক্ষে কার্যত 'বি' টিম নামাতে বাধ্য হয় ভারত। প্রথম একাদশে জায়গা পান শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। প্রসঙ্গত এটি আবার সুন্দরের অভিষেক টেস্ট। মূলত এই দুই ক্রিকেটারের ব্যাটিংয়ের ভর করে বা বলা ভাল ১২৩ রানের জুটির উপর নির্ভর করে ৩৩৬ রানে নিজেদের ইনিংস শেষ করল ভারতীয় দল। শার্দুল ৬৭ রানে আউট হন। ওয়াশিংটন সুন্দর করেন ৬২ রান। উল্লেখ্য সিরিজের শুরুতেই অ্যাডিলেড টেস্ট খেলার পরে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসতে বাধ্য হন অধিনায়ক বিরাট কোহলি। দলে না থাকলেও বাইরে থেকে বসে বিরাট দলের পারফরম্যান্স এর উপর নজর রেখেছেন। বিরাট নবাগত এই ২ ক্রিকেটারের ব্যাটিংয়ে মুগ্ধ ।