কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনায় নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সৌরভ বলেছেন, অধিনায়ক হিসেবে সচিনের থেকে অনেক বেশি সক্রিয় কোহলি। এর কারণও জানিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, সচিনের জমানার সঙ্গে এখনকার জমানার অনের ফারাক। পরিস্থিতি পুরোটাই বদলে গিয়েছে।
সচিনের শততম সেঞ্চুরির রেকর্ড কোহলি ভাঙতে পারবেন কিনা, তা নিয়ে বিভিন্ন মহলেই জল্পনা চলছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে ভারতীয় দলের অধিনায়কের। এ ব্যাপারে সৌরভ বলেছেন, সচিনের ওই রেকর্ডের থেকে এখনও অনেকটা দূরে কোহলি। এজন্য অনেকটা পথ হাঁটতে হবে তাঁকে।
তবে নয় বছরের কেরিয়ারে ৫০ সেঞ্চুরির মাইলস্টোন ছোঁয়াটা মুখের কথা নয় বলেও মন্তব্য করেছেন সৌরভ। তিনি বলেছেন, এটা কোহলির অসাধারণ কৃতিত্ব। একদিনের ক্রিকেটে সচিনের সেঞ্চুরি সংখ্যার কাছাকাছি পৌঁছতে পারেন কোহলি।
সৌরভ বলেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোহলির কাজটা কঠিন হয়ে পড়বে।ও এখন প্রচুর ক্রিকেট খেলে। ও ৫০ ওভার, টি ২০ ও টেস্ট খেলে। একদিনের ক্রিকেটে ও ৫০ টা সেঞ্চুরি করে ফেলবে। কিন্তু প্রকৃতপক্ষে চ্যালেঞ্জটা আসবে টেস্ট ম্যাচে। সচিনের মতো অত দূর যাওয়াটা কঠিন হবে কোহলি।
সৌরভ একইসঙ্গে বলেছেন, সচিন দেখে যে মজাটা হত, কোহলিকে দেখে এখন সেই অনুভূতি হয় তাঁর।