মেলবোর্ন: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে অভিহিত করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোহলিই বিশ্বের সেরা ব্যাটসম্যান। ৬-৭ মাস আগেই আমার এটা মনে হয়েছিল। তারপর থেকে ব্যাটিংকে ও অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।’
একদিনের ক্রিকেটে কোহলিকে সেরা ব্যাটসম্যান বললেও, সব ধরনের ক্রিকেটে তাঁকে এখনই সেরা বলতে নারাজ পন্টিং। তিনি বলেছেন, ‘এখন একদিনের ক্রিকেটে কোহলিকে সেরা ব্যাটসম্যান বলাই যায়। একদিনের ক্রিকেটে ওর রেকর্ড অসাধারণ। ২৭টি শতরান করে ও সবাইকে টপকে গিয়েছে। কিন্তু টেস্টে সেরা হওয়ার জন্য ওকে আরও কয়েক বছর সময় দিতে হবে। টেস্টে আমরা সচিন, লারা, কালিসদের সেরা বলি। ওরা ১২০, ১৩০ বা ২০০ টেস্ট খেলেছে। কোহলি এখনও তার অর্ধেক টেস্টও খেলেনি। তাই ওকে এখনই সেরা বলা বাড়াবাড়ি হবে।’
আসন্ন টেস্ট সিরিজে কোহলিকে থামানোর জন্য অস্ট্রেলিয়ার বোলারদের উদ্দেশে পন্টিংয়ের পরামর্শ, ভারতের অধিনায়ককে সহজে রান করতে দেওয়া চলবে না। তাঁকে এমন জায়গায় বল করতে হবে, যাতে তাঁকে কষ্ট করে রান করতে হয়। তাহলেই সমস্যায় পড়বেন কোহলি।
কোহলি একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান, বলছেন পন্টিং
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2017 01:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -