আজ জন্মদিন: একনজরে কোহলির এ বছরে আটটি রেকর্ড
শ্রীলঙ্কায় সফরে গিয়ে তিন ফর্ম্যাটেই ক্লিন সুইপ করে কোহলির ভারত।এর আগে ভারতের কোনও অধিনায়কের এই রেকর্ড নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্টেও বাংলাদেশের বিরুদ্ধে ২০৪ রানের ইনিংস খেলে পরপর চারটি সিরিজে দ্বিশতরান সংগ্রহ করেন তিনি।
এই শতরানের মাধ্যমে কোহলি অসি ব্যাটসম্যান রিকি পন্টিংকে পিছনে ফেলে সর্বোচ্চ শতরানকারীর তালিকায় সচিনের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ১১৩ রান করে সবচেয়ে দ্রুত ৯ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন কোহলি।
কেরিয়ারের ২০০ তম ১২১ রানের ইনিংস খেলেন কোহলি। তাঁর আগে কেউ নিজের ২০০ তম ম্যাচে এত রান করতে পারেননি।
চলতি বছরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বাংলাদেশের বিরুদ্ধে ৯৬ রান করে একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৮ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন। কোহলি ১৭৫ ইনিংস খেলে আট হাজার রান করেন। তাঁর আগে এবি ডিভিলিয়ার্সের দখলে ছিল এই রেকর্ড। তাঁর লেগেছিল ১৮২ টি ইনিংস।
একদিনের ক্রিকেটে অধিনায়ক বিসেবে সবচেয়ে দ্রুত এক রানের কৃতিত্ব অর্জন করেছেন কোহলি।
আজ ২৯ তম জন্মদিন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ৯ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক কৃতিত্বই অর্জন করেছেন কোহলি। এক ঝলকে দেখে নেওয়া যাক, ২০১৭-তে তাঁর আটটি রেকর্ড।
বছরের শুরুতেই কোহলি একদিনের ক্রিকেটে রান তাড়া করে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ ১৪ শতরানের রেকর্ড স্পর্শ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -