নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলির সবসময় আরও ভাল করা এবং নিজেকে ছাপিয়ে যাওয়ার খিদে দেখে খুশি গ্যারি কার্স্টেন। ২০০৮ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচ থাকা কার্স্টেন চলতি আইপিএল-এ আরসিবি-র সহকারী কোচ। তিনি দীর্ঘদিন ধরে কাছ থেকে বিরাটকে দেখছেন। তাঁর মতে, আরসিবি অধিনায়কের মধ্যে একজন মহান খেলোয়াড়ের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে।
বিরাট প্রসঙ্গে কার্স্টেন বলেছেন, ‘ও একজন মহান খেলোয়াড়। ও উন্নতি করছে এবং আরও ভাল খেলোয়াড় হয়ে উঠছে। আমি ওর সঙ্গে কাজ উপভোগ করি। কারণ, ও সবসময় খেলার বিষয়ে শিখতে চায়। সব মহান খেলোয়াড়ের মধ্যেই এটা দেখা যায়।’
আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট না খেলে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য সারের হয়ে জুনে কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে, আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট খেলা উচিত ছিল বিরাটের। তবে এই ইস্যুতে বিরাটের পাশে দাঁড়িয়েছেন কার্স্টেন। তিনি বলেছেন, ‘যে কোনও খেলোয়াড়ের জন্যই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউন্টি ক্রিকেট খেলায় বিরাটের প্রস্তুতি ভাল হবে। ভারত-ইংল্যান্ড সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি এই সিরিজ নিয়ে উত্তেজিত।’
বিরাটের নিজেকে ছাপিয়ে যাওয়ার খিদে দেখে মুগ্ধ কার্স্টেন
Web Desk, ABP Ananda
Updated at:
10 May 2018 04:30 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -