নাগপুর: গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ১১৬ রানের ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বিরাটই তফাৎ গড়ে দিয়েছে। আমরা দু’টি ভাল পার্টনারশিপ গড়ে তুলেছিলাম। মার্কাস (স্টোইনিস) ৫০ রান করে। আরও দুই ব্যাটসম্যান ভাল শুরু করেছিল। কিন্তু আমাদের কোনও একজন ব্যাটসম্যান ইনিংসের শেষপর্যন্ত ক্রিজে থাকতে পারেনি। ওদের হয়ে বিরাট শেষপর্যন্ত ছিল। ও অনেক বল খেলে। ওর বিরুদ্ধে আমরা ভাল বোলিং করি। কিন্তু তাতেও ও ভাল শট খেলে। আমাদের কোনও সুযোগ দেয়নি। ওর জন্যই ভারত ২০০-২৫০ রান করতে পারে।’

ভারতের অধিনায়কের প্রশংসা করে কামিন্স আরও বলেছেন, ‘এই মুহূর্তে নিজের খেলার উপর বিরাটের পূর্ণ কর্তৃত্ব আছে। ও দুর্দান্ত ব্যাটিং করেছে। ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, অনেক সময় পাচ্ছে। যদি কেউ ভাল বোলিং করে, তাহলে উইকেট পাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু বিরাট আমাদের কোনও সুযোগই দেয়নি। ও খারাপ বল মারতেও ছাড়েনি।’