লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত একেবারেই খেলতে পারেনি। পাকিস্তান ১৮০ রানে ম্যাচ জিতে গিয়েছে। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই হারকে মেনে নিয়েছেন এবং নিজেদের ভুল স্বীকার করেছেন। তিনি প্রকৃত নেতার মতোই দলের পাশে দাঁড়িয়েছেন এবং বিপক্ষের প্রশংসা করেছেন।


গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। জবাবে মাত্র ১৫৮ রানেই অলআউট হয়ে যায় ভারত। হার্দিক পাণ্ড্য ৪৩ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া ভারতের অন্য কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মহম্মদ ইরফানের অসাধারণ বোলিংয়ের কোনও জবাব ছিল না ভারতীয় ব্যাটসম্যানদের কাছে।

এই হারের পর বিরাট বলেছেন, ‘পাকিস্তান আমাদের ভুল করতে বাধ্য করেছে। ওরা যেভাবে বোলিং করছিল এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছিল, তাতে স্বীকার করতে কোনও দ্বিধা বা লজ্জা নেই যে আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি। পাকিস্তান আমাদের থেকে অনেক ভাল খেলেছে। রান তাড়া করার সময় শুরুতেই উইকেট হারানো কোনও সময়ই ঠিক নয়। আমরা পরপর উইকেট হারিয়েছি। একটা বড় পার্টনারশিপ হলে আমরা ভাল জায়গায় যেতে পারতাম। কিন্তু সেটা হয়নি। বিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে। ফাইনালে উঠতে পেরে আমরা গর্বিত। মাথা উঁচু করেই আমরা দেশে ফিরব।’

গতকাল রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান হার্দিক। এভাবে আউট হওয়ার পর তিনি মাঠেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বিরাট অবশ্য এই তরুণের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, হার্দিক যেভাবে খেলছিলেন, তাতে তিনি বিশেষ কিছু করতেই পারতেন। সেই কারণেই হতাশ হয়েছেন। এটা আন্তর্জাতিক ক্রিকেটের অঙ্গ। নিজে না রান পাওয়াতেও হতাশ ভারতের অধিনায়ক। তিনি এই ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন।