এক শ্রেণীর সমর্থকদের এ ধরনের ক্ষোভে পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
উল্লেখ্য, এর আগেও বড় টুর্নামেন্টে ভারতের হারের পর খেলোয়াড়দের বিরুদ্ধে সমর্থকদের একাংশের ক্ষোভ মাত্রা ছাড়িয়েছে। ২০০৭-এ বিশ্বকাপে ভারতের হারের পর ধোনির বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিল কয়েকজন অভব্য সমর্থক। এরই পরিপ্রেক্ষিতে কোনও ঝুঁকি নিতে চায়নি ঝাড়খণ্ড প্রশাসন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো টুর্নামেন্টে এত ভালো খেলে ফাইনালে হারে হতাশ সমর্থকরা।
উত্তরপ্রদেশের আগরায় লোকজন পুরানো টিভি ভাঙচুর করে ক্ষোভ উগরে দেয়। উত্তরাখণ্ডের হরিদ্বারেও একই ঘটনা ঘটেছে।