গতকাল ভারতের ইনিংসের ১৮-তম ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মর্কেলের একটি বল ঠিকমতো সামাল দিতে পারেননি বিরাট। বলটি তাঁর ব্যাটে লেগে উঁচু হয়ে বোলারের দিকে এগিয়ে যায়। পিচের উপরেই ডানদিকে শরীর ছুড়ে দেন মর্কেল। তবে তিনি ক্যাচ নিতে পারেননি। উল্টে পিচের উপর পড়ে কোমরে আঘাত পান। দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের পাশাপাশি বিরাটও গিয়ে মর্কেলের পিঠ চাপড়ে দেন। দর্শকরা বিরাটের এই মানসিকতার প্রশংসা করেন।