ধোনির প্রতি কোহলির সমর্থন চমকপ্রদ, বলছেন সৌরভ
Web Desk, ABP Ananda | 17 Nov 2017 04:30 PM (IST)
কলকাতা: ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি যেভাবে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পাশে সবসময় দাঁড়াচ্ছেন, তার প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি একটি বই প্রকাশ অনুষ্ঠানে বলেছেন, ‘কোহলি অসাধারণ অধিনায়ক। আমি জানি না ও ড্রেসিংরুমে কী করে বা কী কৌশল অবলম্বন করে, কারণ আমি দলের থেকে অনেক দূরে। আমি জানি না ও টিম মিটিংয়ে কী বলে। কিন্তু ও যেভাবে খেলোয়াড়দের দিকে লক্ষ্য রাখে, সেটা চমকপ্রদ। আমি সবসময়ই মহেন্দ্র সিংহ ধোনির কথা বলি। ওর প্রতি বিরাটের মনোভাব অসাধারণ। চ্যাম্পিয়ন খেলোয়াড় ধোনি হয়তো ওর কেরিয়ারের শেষপর্যায়ে আছে। বিরাট সবসময় বলছে, আমি চাই ধোনি খেলুক। এটা একজন খেলোয়াড়কে বদলে দেয়।’ ভিভিএস লক্ষ্মণ, অজিত আগরকরের মতো কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ভবিষ্যতে ভারতের টি-২০ দলে ধোনির থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কোহলি ধোনির পাশে দাঁড়িয়ে বলেছেন, তাঁদের বন্ধুত্ব ক্রমশঃ গাঢ় হয়েছে। ধোনির মতো একজন খেলোয়াড়কে দলে পাওয়া আশীর্বাদ। এ বিষয়ে কোহলিকে সমর্থন করেছেন সৌরভ। কোহলির প্রশংসা করে সৌরভ বলেছেন, ‘আমি বিরাট কোহলিকে পছন্দ করি। ও যখনই খেলে, আমি বসে খেলা দেখি। আমি অনেকবার বলেছি, ও একজন চ্যাম্পিয়ন খেলায়াড়। ও অধিনায়ক হিসেবে সব পরিবেশে জিততে চায়। ও অত্যন্ত আবেগপ্রবণ ক্রিকেটার। ওর মতো খেলোয়াড় ভারত দীর্ঘদিন পায়নি।’