রাহুল-অশ্বিনদের পাল্টা লড়াই ব্যর্থ, ৩১ রানে জয় কেকেআর-এর
Web Desk, ABP Ananda | 12 May 2018 05:53 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ইনদওর: আইপিএল-এর সুপার স্যাটারডেতে কিংস ইলেভেন পঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে দু’দলেরই ব্যাটিং বিস্ফোরণ। কেকেআর-এর ৬ উইকেটে ২৪৫ রানের জবাবে ৮ উইকেটে ২১৪ রান করল পঞ্জাব। সুনীল নারিন ও দীনেশ কার্তিকের পাল্টা দুরন্ত ব্যাটিং করলেন লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিন। তবে শেষপর্যন্ত জয় হল কেকেআর-এরই। কার্তিকের দল জিতল ৩১ রানে। আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নারিনের ৩৬ বলে ৭৫ ও অধিনায়ক কার্তিকের ২৩ বলে ৫০ রানের সুবাদে ৬ উইকেটে ২৪৫ রান করে কেকেআর। আইপিএল-এর ইতিহাসে এটাই কার্তিকের দলের সর্বোচ্চ স্কোর। এবারের আইপিএল-এ এটাই কোনও দলের সবচেয়ে বেশি রান। পঞ্জাবের হয়ে অ্যান্ড্রু টাই ৪১ রান দিয়ে ৪ উইকেট নিলেও, রানের গতি রোধ করতে পারেননি। প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখার জন্য দু’দলের কাছেই এই ম্যাচ জেতা জরুরি ছিল। পঞ্জাবের অধিনায়ক অশ্বিন নিশ্চয়ই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আফশোস করবেন। তাঁর দলে যতই ক্রিস গেইল, রাহুলরা থাকুন না কেন, মেন্টর বীরেন্দ্র সহবাগের সেরা ফর্মের সময়ও ২০ ওভারে ২৪৬ রানের টার্গেট অত্যন্ত কঠিন ছিল। সেই রান তোলা সম্ভব হয়ওনি। যদিও শুরুটা দারুণ করেছিলেন রাহুল (২৯ বলে ৬৬) ও গেইল (২১)। অ্যারন ফিঞ্চ ৩৪ ও অশ্বিন ২২ বলে ৪৫ রান করেন। আন্দ্রে রাসেল তিনটি এবং প্রসিদ্ধ কৃষ্ণ দু’টি উইকেট নেন।