নয়াদিল্লি: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সঞ্চালিত 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati) প্রথম থেকেই সকলের পছন্দের অনুষ্ঠান। এবারেও তার অন্যথা হয়নি। KBC 15-এর অনুরাগী প্রথম দিন থেকেই দারুণ। সেখানেই চলছে 'জুনিয়র স্পেশাল' (junior special) সপ্তাহ। অর্থাৎ, খুদে প্রতিযোগীদের নিয়ে সপ্তাহ। বহু প্রতিভাবান খুদেই ইতিমধ্যে বড় অঙ্কের টাকা জিতেছে। যদিও হরিয়ানার (Haryana) ময়ঙ্ক (Mayank) তার জ্ঞানের ভাণ্ডার দিয়ে হতবাক করেছেন বিগ বি-কে। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৫'-র সাম্প্রতিক পর্বে ১ কোটি টাকার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সে এখন 'জুনিয়র কোটিপতি'। তবে ৭ কোটির প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে 'খুদে জিনিয়াস'। কিন্তু কী প্রশ্ন করা হয় তাকে ৭ কোটি টাকার জন্য?


আপনি কি দিতে পারবেন এই প্রশ্নের উত্তর?


৭ কোটি টাকার প্রশ্ন, স্বাভাবিকভাবে তা খানিক কঠিন ছিল আগের প্রশ্নগুলির তুলনায়। অমিতাভ বচ্চন এই পর্যায়ে ময়ঙ্ককে জিজ্ঞেস করেন, 'সুবেদার এন আর নিক্কম ও হাবিলদার গজেন্দ্র সিংহকে রাশিয়ার তরফে অর্ডার অফ দ্য রেড স্টার সম্মান দেওয়া হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে সামগ্রী সরবরাহের জন্য?' খেলার নিয়ম মেনে অপশন দেওয়া হয় তাকে চারটে, তাব্রিজ, সিডন, বাটুমি ও আলমাতি। এই চারটির মধ্যে সঠিক উত্তর বাছতে হত তাকে। প্রশ্ন শুনে খানিক হকচকিয়ে যায় খুদে ময়ঙ্ক। সে স্বীকার করে নেয় যে এই ব্যাপারে তার কোনও আইডিয়া নেই। ফলস্বরূপ ময়ঙ্ক শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ১ কোটি টাকা নিয়ে ঘরে ফেরে। 


এরপর অবশ্যই অমিতাভ বচ্চন সঠিক উত্তর জানান। ৭ কোটি টাকার জন্য করা প্রশ্নের সঠিক উত্তর, তাব্রিজ। তবে মাত্র ১২ বছর বয়সেই নিজের সাধারণ জ্ঞানের জোরে যে খুদে ১ কোটি টাকা জেতে 'কৌন বনেগা ক্রোড়পতি'র মতো অনুষ্ঠানে এসে, তার বাহবা নিঃসন্দেহে প্রাপ্য। শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন।


আরও পড়ুন: Sohag Chand: ৩৬৫ দিন পার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের, সেটেই হল 'প্রথম জন্মদিন' পালন


সম্প্রতি বিগ বি-র উল্টোদিকে হটসিটে বসেন ময়ঙ্ক (Mayank)। হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা ময়ঙ্ক। ১২ বছর বয়সী ময়ঙ্ক অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা দিল্লি পুলিশের হেড কনস্টেবল। শোয়ের একটি প্রোমো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানেই স্পষ্ট ময়ঙ্কের বুদ্ধি ও জ্ঞান দেখে চমকে গিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। ময়ঙ্ক মনে করে যে জ্ঞানই এমন একটি জিনিস যার দাম আছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y