কলকাতা: শহরে পা রাখতে চলেছেন আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez)। আগামী ৪ জুলাই ২০২৩ আয়োজিত হবে এ বছরের কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। নিজে একটি ভিডিও বার্তায় কলকাতা পুলিশকে (Kolkata Police) ধন্যবাদ জানিয়ে মার্তিনেজ জানিয়েছেন, ''ধন্যবাদ কলকাতা পুলিশ। আমাকে ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনে ডাক দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাজ জানাচ্ছি।'' কলকাতায় আসার পর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা এই গোলরক্ষকের। মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) তরফেও আমন্ত্রণ জানানো হয়েছে মার্তিনেজকে। 



গত বছর আর্জেন্তিনা দলের বিশ্বকাপ জয়ের পেছনে এমিলিয়ানো মার্তিনেজের অবদান রয়েছে। গোল্ডেন গ্লাভস জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় পা রাখতে চলেছেন। সব কিছু ঠিক থাকতে আগামী জুলাইতেই শহরে আসতে চলেছেন ২০২২ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য অটোগ্রাফ করা গ্লাভস উপহার পাঠিয়েছেন মার্তিনেজ। ভিডিও বার্তাতে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য ভিডিও বার্তাও পাঠিয়েছেন আর্জেন্তিনার গোলরক্ষক। আইএসএল জয়ী মোহনবাগান ক্লাবেও আসবেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় মোহনবাগানের তরফে ধন্যবাদও জানানো হয়েছে মার্তিনেজকে। 


একটি প্রেমোশনাল ইভেন্টে অংশ নিতে শহরে আসবেন বলে জানা গিয়েছেন। কলকাতায় ২ দিন থাকবেন গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জয়ী। উল্লেখ্য, গত বিশ্বকাপে আর্জেন্তিনার জয়ের পেছনে তেকাঠির নিচে মার্তিনেজের ভূমিকা ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, ৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা ফুটবল দল। এই জয়ে এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকা রয়েছে বিশাল। অতিরিক্ত সময়ে ৩-৩ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। বিশ্বকাপের মঞ্চে সম্ভবত নিজের শেষ ম্যাচে অবশেষে বিশ্বখেতাব জিতলেন লিওনেল মেসি। ফাইনালে জোড়া পেনাল্টি বাঁচিয়ে ফের একবার আর্জেন্তিনার হয়ে নায়ক হয়ে উঠেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে বিশ্বকাপের সেরা গোলকিপার হিসাবে গোল্ডেন গ্লাভস দেওয়া হয়। ফাইনালেও অপ্রতিরোধ্য ছিলেন মার্তিনেজ।