কলকাতা: আগামী অক্টোবরে শহরে মেগা-ফুটবলের আসর। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এছাড়া প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণকারী সহ অনুষ্ঠিত হবে মোট ১০টি ম্যাচ। সোমবার কলকাতায় দাঁড়িয়ে এই ঘোষণা করল ফিফা প্রতিনিধিদল।


সম্প্রতি, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আট-সদস্যের প্রতিনিধিদল সাতদিন ধরে দেশের ছয়টি শহরের স্টেডিয়াম পরিদর্শন করে রিপোর্ট জমা দেয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন  জ্যামি ইয়ার্জা। প্রতিনিধিদল যে শহর পরিদর্শন করেন সেগুলি হল – কলকাতা, নয়াদিল্লি, মারগাও, গুয়াহাটি, কোচি ও নবি মুম্বই। তাদের শেষ গন্তব্য ছিল কলকাতা।


ফিফার ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। সেমিফাইনাল ম্যাচ হবে গুয়াহাটির ইন্দিরা গাঁধী অ্যাথলেটিক্স স্টেডিয়াম ও নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম।



অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে মাথায় রেখে বহু কোটি টাকা ব্যয় করে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের খোলনলচে বদলে ফেলা হয়েছে। গ্যালারি ভেঙে বসেছে বাকেট সিট। যার ফলে ইডেনের মতো এখানেও কমেছে আসন সংখ্যা। আগে যে মাঠে প্রায় এক লক্ষ দর্শক সমাগম হতে পারত, এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ৮৫ হাজার।


সূত্রের খবর, কলকাতার মাঠ থেকে শুরু করে লকার রুমের পরিবেশ, ও পারিপার্শ্বিক প্রত্যেক খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে ফিফা প্রতিনিধিদল। রিপোর্টে ফিফা যুবভারতীর ভূয়সী প্রশংসা করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে ইয়ার্জা জানান আমরা জানি অক্টোবর মাস ভারতে উৎসবের সময়। আমরা চাই একে ফুটবলের উৎসবে রূপান্তরিত করতে।


তাঁকে প্রশ্ন করা হয়, ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে কীভাবে টেক্কা দিল কলকাতা? উত্তরে ইয়ার্জা বলেন, ডিওয়াইকে আমাদের পছন্দ হয়েছে। কিন্তু, আজ কলকাতায় যা দেখলাম, তাতে আমরা নিশ্চিত যে সল্টলেক স্টেডিয়াম সব মাপকাঠিতে সেরা উতরেছে। তিনি যোগ করেন, এই স্টেডিয়ামটি মারাত্মক উন্নতি করেছে। প্রতিনিধিদলের সব সদস্যই খুশি। তাঁর দাবি, এককভাবে না হলেও কলকাতার স্টেডিয়াম দেশের অন্যতম সেরা হতে চলেছে।


ফলস্বরূপ, মেগা-ইভেন্টের মেগা-ম্যাচ জুটেছে শহরের। শুধু তাই নয়, ফিফা জানিয়েছে, গ্রুপ পর্যায়ের ৬ টি ম্যাচ খেলা হবে যুবভারতীতে। একটি প্রি-কোয়ার্টার ফাইনাল ও একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা হবে কলকাতায়। পাশাপাশি, তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ ও ফাইনাল ম্যাচ খেলা হবে যুবভারতীতে।


এদিকে, জানা গিয়েছে, ৬ থেকে ২৮ অক্টোবর এদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ ১৭ বিশ্বকাপ। মে মাস থেকে টিকিট বিক্রি শুরু। কোন গ্রুপে কোন টিম খেলবে, তা ঘোষণা হবে ৭ জুলাই। এ-ও জানা গিয়েছে, বিশ্বকাপের থিম সং সম্ভবত করবেন প্রীতম।