দুবাই: ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার ক্রেগ ব্রেথওয়েটের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠল। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার ফল না জানা পর্যন্ত অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করে যেতে পারবেন তিনি।


এর আগে ২০১৭ সালের অগাস্টেও ব্রেথওয়েটের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল। তবে সেবার নিরপেক্ষ পর্যালোচনার পর তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু কিংস্টন টেস্টের পর আম্পায়াররা যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে ফের সন্দেহজনক বোলিং অ্যাকশনের কথা উল্লেখ করা হয়েছে। আইসিসি-র পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।