মুম্বই: চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টােয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। তার আগে অন্তত ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রোহিত শর্মার দল। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিতরা। এরপর এশিয়া কাপে খেলতে নামবে ভারতীয় দল। এশিয়া কাপ চলাকালিনই হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হবে। আর দল বাছাইয়ের আগে প্রধান নির্বাচক চেতন শর্মাকে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 


কী বললেন শ্রীকান্ত?


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ভারতীয় দল। গ্রুপ লিগ থেকেই ছিটকে যেতে হয়েছে। তার থেকেও বড় কথা প্রথম ম্যাচেই ১০ উইকেটে বিরাটের ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। আসন্ন বিশ্বকাপে তাই দল বাছাইয়েও যাতে কোনও ভুল না হয়, সেদিকেই লক্ষ্য রাখার কথা বলেছেন শ্রীকান্ত। নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মার উদ্দেশে শ্রীকান্ত বলেন, ''দল ভাল খেলবে, যদি সঠিক দল নির্বাচন হয়। চেতন শর্মা, আছেন। ওঁ অনেক ক্রিকেট খেলেছে। এ চিতু, এবার সঠিক দল বাছাই করো। যদিও কোনও উপদেশ দরকার হয় আমাকে ফোন করো। রবি শাস্ত্রীকেও ফোন করতে পারো, আমরা ২ জনে তোমাকে সাহায্য করতে পারব।''


এই মুহূর্তে প্রতিটি সিরিজেই পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। নতুন মুখ নেওয়া হচ্ছে। অধিনায়ক হিসেবে কখনও ধবন, কখনও পন্থ তো আবার রোহিতের নেতৃত্বে খেলছে ভারতীয় দল। এই ভাবনা চিন্তার প্রশংসা করেছেন শ্রীকান্ত। তিনি বলেন, ''আপাতত যা হচ্ছে ঠিকই আছে। এই পরীক্ষা নিরীক্ষাটা ভাল। কিন্তু এশিয়া কাপের থেকে একটা চূড়ান্ত দল বেছে নিতে হবে নির্বাচকদের।"


আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। ওয়ান ডে সিরিজে শিখর ধবনের নেতৃত্বে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার অধীনে খেলছে দল। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফের ধবনের নেতৃত্বে খেলবে ভারতীয় দল।


আরও পড়ুন: ''জিম্বাবোয়ে সিরিজেও বিশ্রাম?'', কোহলির দলে না থাকা নিয়ে ট্যুইটে ক্ষোভপ্রকাশ