আবির ইসলাম, বীরভূম: বিশ্বভারতীর (Viswa Bharati) বিনয়ভবনে মার্কশিট-বিতর্ক (Marksheet Controversy)। যার জেরে পদ থেকে সরিয়ে দেওয়া হল এডুকেশনের (Education) বিভাগীয় প্রধানকে। বিএড (B. Ed.) ও এমএডের (M. Ed.) তৃতীয় সিমেস্টারের পড়ুয়াদের অভিযোগ, ২ মাস ধরে নানা অজুহাতে তাঁদের মার্কশিট দেওয়া হচ্ছে না। তাই মার্কশিট খোওয়া গিয়েছে বলে সন্দেহ দানা বাঁধছে। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন তাঁরা।
মার্কশিট-গায়েব রহস্য
রবীন্দ্রনাথের নোবেল চুরি, প্রশ্নপত্র গায়েব বিতর্কের পরে, এবার কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মার্কশিট অন্তর্ধান রহস্য? অন্তত এমনটাই অভিযোগ বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের বিএড ও এমএডের তৃতীয় সিমেস্টারের পড়ুয়াদের।
মার্কশিট খোয়া গেছে, এই অভিযোগে বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তাঁদের একাংশ। পড়ুয়াদের বক্তব্য, সন্দেহ দানা বাঁধছে, কারণ, শিক্ষা বিভাগের বিএড ও এমএডের তৃতীয় সিমেস্টারের ৩০ জনকে নানা অজুহাতে ২ মাস ধরে মার্কশিট দেওয়া হচ্ছে না।
অভিযোগকারী পড়ুয়া পূর্ণচন্দ্র মণ্ডলের কথায়, 'বলেছিলাম যে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছিলাম যে আমরা মার্কশিট খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদের জানানো হয় যে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় এক মাস হতে চলল।'
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান মার্কশিট-বিতর্কের জেরে, বিনয় ভবনের এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান বেণুধর চিনারাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিও জারি করেছে। আপাতত এডুকেশন বিভাগের দায়িত্ব সামলাবেন বিনয় ভবনের অধ্যক্ষ।
আরও পড়ুন: SSC Protest: নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি, প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা
গতবছর ১০ ফেব্রুয়ারি সঙ্গীত ভবন থেকে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের প্রশ্নপত্র চুরির অভিযোগ ওঠে। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ। এবার কি মার্কশিট খোওয়া গেল বিনয় ভবনেও? রহস্য ঘনীভূত।