বুমরাহ ও সুন্দরের জায়গায় টি ২০ দলে এলেন এই দুই তরুণ ক্রিকেটার
আগামী ৩ থেকে ৮ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলবে। এরপর তিন ম্যাচের একদিনের সিরিজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রুনাল ৩ ম্যাচে ২ উইকেট নিয়েছেন। যদিও এর আগে আইপিএলে নজরকাড়া পারফর্ম করেন তিনি।
ইংল্যান্ডে চলতি সফরে ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন চাহার।
চাহার ও ক্রুনাল বর্তমানে ইংল্যান্ডে ভারত এ দলের হয়ে তিন দলীয় সিরিজ খেলছে। টুর্নামেন্টে দুজনের পারফরম্যান্সই ভালো।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান বুমরাহ। অন্যদিকে, ফুটবল খেলতে গিয়ে চোট পান সুন্দর।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চাহার ও ক্রুনাল ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে থাকবেন। সুন্দর একদিনের দলেও ছিলেন। একদিনের দলে তাঁর জায়গা অক্ষর পটেলকে দেওয়া হয়েছে।
এই দুজনের জায়গা দলে সুযোগ পেলেন দীপক চাহার ও ক্রুনাল পান্ড্য। আইপিএল ও ইংল্যান্ডে চলতি ভারত এ দলের সফরে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ দলে সুযোগ পেলেন।
বুমরাহর মতোই চোট পেয়ে টি ২০ সিরিজে খেলতে পারবেন না স্পিনার ওয়াশিংটন সুন্দরও।
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে ভারত। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে পারবেন না পেসার জসপ্রিত বুমরাহ।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ ম্যাচে সহজেই জিতেছে ভারত। এবার টিম ইন্ডিয়ার নজরে ইংল্যান্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -