এরপরই কাইফকে কটাক্ষ করেন পাকিস্তানের জনৈক ট্যুইটারাইট। গোটা বিষয়টিকে অযাচিত ভাবে ধর্মীয় রং দিয়ে তিনি কাইফকে তাঁর নাম থেকে মহম্মদ শব্দটি মুছে ফেলতে বলেন।
জবাবে নিজের স্টাইলে কাইফ লেখেন, ভারতকে যদি সমর্থন করি, মহম্মদ বাদ দেব।নিজের নামে গর্ব আছে আমার। আমির মানে প্রাণে পরিপূর্ণ, তোমার বরং একটা প্রয়োজন।
শেষ পর্যন্ত নিজের অবস্থানে অটল কাইফ আরও ট্যুইট করেন, কোনও ধর্মেরই ঠিকেদার নয় কেউ। ঠিকেদারির কপিরাইটও কারও নেই। ভারতই সবচেয়ে সহনশীল দেশ,সবচেয়ে বেশি মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারে।
দেখুন কাইফের সঙ্গে সেই পাকিস্তানির ট্যুইট-যুদ্ধ।