পাঁচ উইকেট নিয়ে কুলদীপ স্পর্শ করলেন ৬৪ বছরের পুরনো কীর্তি
Web Desk, ABP Ananda | 06 Jan 2019 12:20 PM (IST)
সিডনি: প্রথম তিন টেস্টে ভারতের প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। অবশেষে রবিচন্দ্রন অশ্বিন চোট পেয়ে ছিটকে যাওয়ায় সিডনিতে প্রথম একাদশের দরজা খুলে গিয়েছে কুলদীপ যাদবের সামনে। আর সুযোগ পেয়েই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন চায়নাম্যান স্পিনার। সেই সঙ্গে কুলদীপ স্পর্শ করলেন ৬৪ বছরের পুরনো এক রেকর্ড। সফরকারী দলের কোনও বাঁহাতি স্পিনার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে শেষবার পাঁচ উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের জনি ওয়ার্ডেল। ১৯৫৫ সালে সিডনিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়ার্ডেল। ইংরেজ স্পিনারের কীর্তির ৬৪ বছর পর সফরকারী দলের বাঁহাতি স্পিনার হিসাবে অস্ট্রেলিয়ায় এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন কুলদীপ। যিনি বলের গতি কমিয়ে সিডনিতে অস্ট্রেলিয় ব্যাটসম্যানদের নাজেহাল করে ছাড়লেন। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কুলদীপের বলের গড় গতি ছিল ঘণ্টায় ৭৭.৩ কিলোমিটার। সিডনিতে এর আগে শেষবার কোনও স্পিনার হিসাবে এত কম গতিতে বোলিং করার নজির রয়েছে শেন ওয়ার্নের। কিংবদন্তি লেগস্পিনার কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন সিডনিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টেই তিনি বলের গড় গতি কমিয়ে ব্যাটসম্যানদের বিব্রত করেছিলেন। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেট কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন কুলদীপ।