উইকেট পেলেন না কুলদীপ, ভারতকে হারিয়ে টি ২০ সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2018 09:42 AM (IST)
NEXT
PREV
কার্ডিফ: ওল্ড ট্রাফোর্ডের পুনরাবৃত্তি হল না কার্ডিফে। ভারতীয় রিস্ট স্পিনারদের বলে বারেবারেই পরাস্ত হয়েছেন ইংরেজ ব্যাটসম্যানরা। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের মতো এখানে উইকেট পেলেন না স্পিনাররা। শেষপর্যন্ত অপরাজিত থেকে মাথা ঠাণ্ডা রেখে ইংল্যান্ডকে জয় এনে দিলেন অ্যালেক্স হেলস। পাঁচ উইকেটে জিতে তিনম্যাচের সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।
কুলদীপ ও যজুবেন্দ্র চাহলের বলে বারেবারেই পরাস্ত হয়েছেন হেলস। কিন্তু এরপরও অপরাজিত থেকে ২ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। এভাবে কার্ডিফে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখলেন তিনি।
১৪৮ রানের পুঁজি নিয়ে বোলাররাও ভালো লড়াই করেছিলেন। ১৯ তম ওভারে দারুণ বোলিং করেন উমেশ। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। আগের তিন ওভারে মাত্র ৭ রান দিয়েছিলেন ভূবনেশ্বর কুমার। কিন্তু তাঁর শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মেরে চাপ হালকা করে দেন হেলস। তারপরের বলেই বাউন্ডারি মারেন হেলস।
গত ম্যাচে পাঁচ উইকেট নিলেও এই ম্যাচে কোনও উইকেট পেলেন না কুলদীপ যাদব। চাহল জো রুটকে তুলে নেন। কিন্তু শেষপর্যন্ত তাঁকে সামলান হেলস ও ইয়োন মর্গ্যান। জনি বেয়ারস্টোও ১৭ বলে ২৮ রানের ইনিংস খেলেন।
আগামী রবিবার ব্রিস্টলের ম্যাচে সিরিজের ফয়সালা হবে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১৪৮ রান করে ভারত। শেষ ওভারে তিনটি বাউন্ডারি সহ জ্যাক বলের ওভারে ২২ রান নেন মহেন্দ্র সিংহ ধোনি।
৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ধোনি। শনিবার ৩৭ পূর্ণ করছেন তিনি। কিন্তু কোনওটাই স্মরণীয় করে রাখতে পারল না তাঁর দল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহালি ৩৮ বলে ৪৭ ও ধোনি ২৪ বলে অপরাজিত ৩২ রান করেন। অন্য কোনও ব্যাটসম্যান সেভাবে সফল হতে পারেননি।
কার্ডিফ: ওল্ড ট্রাফোর্ডের পুনরাবৃত্তি হল না কার্ডিফে। ভারতীয় রিস্ট স্পিনারদের বলে বারেবারেই পরাস্ত হয়েছেন ইংরেজ ব্যাটসম্যানরা। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের মতো এখানে উইকেট পেলেন না স্পিনাররা। শেষপর্যন্ত অপরাজিত থেকে মাথা ঠাণ্ডা রেখে ইংল্যান্ডকে জয় এনে দিলেন অ্যালেক্স হেলস। পাঁচ উইকেটে জিতে তিনম্যাচের সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।
কুলদীপ ও যজুবেন্দ্র চাহলের বলে বারেবারেই পরাস্ত হয়েছেন হেলস। কিন্তু এরপরও অপরাজিত থেকে ২ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। এভাবে কার্ডিফে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখলেন তিনি।
১৪৮ রানের পুঁজি নিয়ে বোলাররাও ভালো লড়াই করেছিলেন। ১৯ তম ওভারে দারুণ বোলিং করেন উমেশ। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। আগের তিন ওভারে মাত্র ৭ রান দিয়েছিলেন ভূবনেশ্বর কুমার। কিন্তু তাঁর শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মেরে চাপ হালকা করে দেন হেলস। তারপরের বলেই বাউন্ডারি মারেন হেলস।
গত ম্যাচে পাঁচ উইকেট নিলেও এই ম্যাচে কোনও উইকেট পেলেন না কুলদীপ যাদব। চাহল জো রুটকে তুলে নেন। কিন্তু শেষপর্যন্ত তাঁকে সামলান হেলস ও ইয়োন মর্গ্যান। জনি বেয়ারস্টোও ১৭ বলে ২৮ রানের ইনিংস খেলেন।
আগামী রবিবার ব্রিস্টলের ম্যাচে সিরিজের ফয়সালা হবে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১৪৮ রান করে ভারত। শেষ ওভারে তিনটি বাউন্ডারি সহ জ্যাক বলের ওভারে ২২ রান নেন মহেন্দ্র সিংহ ধোনি।
৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ধোনি। শনিবার ৩৭ পূর্ণ করছেন তিনি। কিন্তু কোনওটাই স্মরণীয় করে রাখতে পারল না তাঁর দল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহালি ৩৮ বলে ৪৭ ও ধোনি ২৪ বলে অপরাজিত ৩২ রান করেন। অন্য কোনও ব্যাটসম্যান সেভাবে সফল হতে পারেননি।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -