রাজকোট: ইরানি কাপের (Irani Cup) তৃতীয় দিনের শেষে সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ব্যাট হাতে দলের হয়ে লড়াই করছিলেন। তবে চতুর্থ দিনের শুরুতে তাঁর লড়াই আর দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ১২ রান যোগ করেই অবশিষ্ট দুই উইকেট হারায় সৌরাষ্ট্র। জবাবে আট উইকেটে ম্যাচ জিতে ট্রফি নিজেদের নামে করে অবশিষ্ট ভারত।


সেনের পাঁচ উইকেট


অবশিষ্ট ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন তরুণ পেসার কুলদীপ সেন ( Kuldeep Sen)। তিনি একাই পাঁচ উইকেট নেন। উনাদকাট ৮৯ রানের লড়াকু ইনিংস খেললেও। চেতেশ্বর পূজারা মাত্র ১ রানেই আউট হন। উনাদাকাটের পাশাপাশি অর্পিত বাসভডা, প্রেরক মাঁকড়ও অর্ধশতরান করেন। তবে সৌরাষ্ট্র ৩৮০ রানের বেশি তুলতে পারেনি। কুলদীপ সেন ছাড়াও অবশিষ্ট ভারতের হয়ে তিনটি উইকেট নেন সৌরভ কুমার। অবশিষ্ট ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ১০৪ রানের। দুই উইকেট হারালেও, জয়ের জন্য খুব বেশি কসরত করতে হয়নি অবশিষ্ট ভারতকে।


 






ঈশ্বরণের অর্ধশতরান


শুরুটা অবশ্য খুব একটা ভাল করতে পারেনি অবশিষ্ট ভারত। মাত্র ১৪ রানেই প্রথম উইকেট হারায় অবশিষ্ট ভারত। প্রিয়ঙ্ক পাঞ্চাল দুই পান করেই আউট হন। যশ ধুলও আট রানের বেশি করতে পারেননি। এক সময় ২৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল অবশিষ্ট ভারত। তবে অভিমন্যু ঈশ্বরণ ও শ্রীকর ভরত অবশিষ্ট একাদশের জয় সুনিশ্চিত করেন। ঈশ্বরণ ৭৮ বলে ৬৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এর সুবাদেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় অবশিষ্ট একাদশ। প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বাংলার মুকেশ কুমার।


ক্ষুব্ধ পৃথ্বী


দলীপ ট্রফিতে ভাল ফর্মে ছিলেন। একটি শতরানও হাঁকিয়েছেন। কিন্তু এরপরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি পৃথ্বী শ-র। আর এরপরই নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মুম্বইয়ের এই ওপেনার ব্যাটার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি লাইন লিখেছেন এই তরুণ ক্রিকেটার। যা দেখে মনে হচ্ছে যে নির্বাচকদের প্রতিই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পৃথ্বী।


২২ বছর বয়সি তরুণ নিজের স্ট্যাটাসে লেখেন, "তাঁদের কথাকে বিশ্বাস করো না, তাঁদের কাজকে বিশ্বাস করো, কারণ কাজই প্রমাণ করবে কেন তাঁদের মুখের কথা অর্থহীন।" ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-এ লাগাতার পারফর্ম করে আসছেন পৃথ্বী শ। শেষ বার ভারতের জার্সিতে তিনি খেলেছিলেন শ্রীলঙ্কা সফরে ২০২১ সালের জুলাই মাসে। উল্লেখ্য, ভারতের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ, ছয়টি একদিনের ম্যাচ এবং একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছেন পৃথ্বী।


আরও পড়ুন: জসপ্রীত বুমরার বদলে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছেন মহম্মদ শামি?