নেপিয়ার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের শুরুটা দারুণ করল ভারত। প্রথম ম্যাচে আয়োজক দেশকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। ভারতীয় বোলারদের দাপটে ৩৮ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। স্পিনার কুলদীপ যাদব ৩৯ রান দিয়ে চার উইকেট নিলেন। সেইসঙ্গে হেনরি নিকোলসের আউটের ক্ষেত্রেও তাঁর অবদান। দুরন্ত ক্যাচ ধরে ফিরিয়ে দিলেন নিকোলসকে। কুলদীপের সেই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের ইনিংসের ২৩ তম ওভারে বোলিং করছিলেন কেদার যাদব। তাঁর ওই ওভারের শেষ বলে শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে নিকোলসের  দুরন্ত ক্যাচ ধরলেন কুলদীপ।