দুবাই: আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ উন্নতি হব ভারতের বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবের। তিনি এখন বোলারদের মধ্যে তিন নম্বরে। এই প্রথম টি-২০ র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে কুলদীপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে চার উইকেট নেন ভারতের এই স্পিনার। এরপরেই আজ র‌্যাঙ্কিংয়ে উন্নতি হল তাঁর।


কুলদীপের পাশাপাশি অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পারও টি-২০ র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি ১৭ ধাপ উন্নতি করে এখন পাঁচ নম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে চার উইকেট নেওয়া ক্রুনাল পাণ্ড্য ৬৬ ধাপ উন্নতি করে এখন ৯৮ নম্বরে। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ যথাক্রমে ১৯ ও ২১ নম্বরেই আছেন।

ব্যাটসম্যানদের মধ্যে ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন পাঁচ ধাপ উঠে এখন ১১ নম্বরে। তবে অপর ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল দু’ধাপ করে নেমে যথাক্রমে ৬ ও ৯ নম্বরে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ১৪ নম্বরেই আছেন। টেস্টে দলগত র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই আছে ভারত।