দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ একাই নিলেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ইতিমধ্যেই জোড়া উইকেট নিয়েছেন ইয়াসির। ম্যাচে তাঁর ১০ উইকেট হয়ে গেল। তাঁর ঘূর্ণি বোলিংয়ের কোনও দিশা খুঁজে পাচ্ছেন না কিউয়ি ব্যাটসম্যানরা। ফলে ফলো অন করতে বাধ্য হচ্ছে নিউজিল্যান্ড। আজ ম্যাচের তৃতীয় দিন। ইনিংসে হার বাঁচানোর জন্য লড়াই চালাচ্ছে কেন উইলিয়ামসনের দল।


এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে পাকিস্তান ৫ উইকেটে ৪১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হ্যারিস সোহেল ১৪৭, বাবর আজম অপরাজিত ১২৭ ও আজহার আলি ৮১ রান করেন। জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। ইয়াসির ৪১ রান দিয়ে ৮ উইকেট নেন। এখন দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৯২। ইনিংসে হার বাঁচানোর জন্য তাদের দরকার আরও ২৩৬ রান।