নয়াদিল্লি: একাদশ আইপিএলের নিলামে পছন্দের খেলোয়াড়দের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলি জলের মতো অর্থ খরচ করেছে। এই নিলামে কোনও কোনও ক্রিকেটার তাঁদের বেস প্রাইসের থেকে বেশ কয়েকগুণ বেশি দর পেয়েছেন। আবার কোনও কোনও ক্রিকেটারের দাম বেস প্রাইসেই সীমিত থেকেছে। অনেকেই ক্রেতাও পাননি। অনেক তরুণ খেলোয়াড় আইপিএলের মতো মঞ্চে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলার সুযোগ পেলেন। গতকাল নিলামের দ্বিতীয় দিনে এমনই এক তরুণ ক্রিকেটার ৩০ লক্ষ টাকা দর পেলেন। ওই দামে তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস। মাত্র ৩০ লক্ষ টাকা! অথচ তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ জানলে চমকে যেতে হয়। আসলে ওই খেলোয়াড় দেশের অন্যতম ধনী শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার ছেলে আর্যমান বিক্রম বিড়লা।
ব্যবসায়ী পরিবারের সন্তান ২০ বছরের আর্যমানের আবেগ ক্রিকেট। মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিকে খেলেছেন তিনি। মুম্বইয়ে বড় হওয়া ওই ক্রিকেটার নিলামের প্রথম দিনে কোনও ক্রেতা পাননি। দ্বিতীয় দিনে রাজস্থান রয়্যালস তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনল।
অনূর্দ্ধ ২৩ সিকে নাইডু ট্রফিতে ছয় ম্যাচে ১১ ইনিংসে ৭৯.৫০ গড়ে ৭৯৫ রান করেন আর্যমান।
গত অক্টোবরে ইন্দোরে সি কে নাইডু ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে ওড়িশার বিরুদ্ধে ১৫৩ রানের ইনিংস খেলে সবার নজর কাড়েন আর্যমান।
আইপিএল নিলাম: কোটিপতি শিল্পপতির সন্তানকে মাত্র ৩০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2018 06:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -