লন্ডন: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। কিবদন্তি সেই অনিল রাধাকৃষ্ণন কুম্বলেকে এবার হল অফ ফেমে জায়গা দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কুম্বলে বোলার হিসাবে কতটা বড় মাপের ছিলেন, তা ফের একবার বোঝা গেল কুমার সঙ্গকারার কথায়। বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা জানিয়ে দিলেন, কুম্বলের জন্য অগুনতি রাতে ঘুমোতে পারেননি তিনি।


কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলেকে সম্প্রতি আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই উপলক্ষে আইসিসি একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে স্টিফেন ফ্লেমিং থেকে শুরু করে ওয়াসিম আক্রম, কুমার সঙ্গকারার মতো কিংবদন্তি, কুম্বলেকে নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সঙ্গকারা জানিয়েছেন, কুম্বলে এমন বোলার ছিলেন যে, তাঁর বিরুদ্ধে রান করা সহজ ছিল না। সঙ্গকারা স্বীকার করেছেন যে, কুম্বলে তাঁর কাছে দুঃস্বপ্নের মতো ছিলেন। কুম্বলের বিরুদ্ধে খেলতে হবে ভেবে বহু রাত তিনি ঘুমোতে পারেননি।


সঙ্গকারা বলেছেন, ‘কুম্বলের জন্য আমি অনেকগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। ও আর পাঁচজন লেগস্পিনারের মতো ছিল না। লম্বা রান আপ, হাই আর্ম অ্যাকশন। জোরের ওপর বল করত, স্টাম্প টু স্টাম্প বোলিং। অভ্রান্ত লাইন-লেংথ। কুম্বলের বলে রান বার করাটা সহজ ছিল না। বাড়তি বাউন্স পেতো যে কোনও পিচ থেকে। পাশাপাশি মানুষ হিসাবেও খুব ভাল। ভারত এবং বিশ্ব ক্রিকেটে একজন আসল চ্যাম্পিয়ন কুম্বলে।’ আইসিসির ভিডিওতে এই কথা অকপটে বলেছেন সঙ্গকারা।


আইসিসির ভিডিওতে ওয়াসিম আক্রম বলেছেন, 'অনিল কুম্বলে বাকি লেগস্পিনারদের থেকে একদম আলাদা ছিল।' মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘ব্যাটসম্যানদের মাথায় রাখতে হতো যে, অনিল কুম্বলে সব সময় তোমার জন্য কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছে।’এই মুহূর্তে অনিল কুম্বলে হলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর ঝুলিতে রয়েছে ৬১৯টি টেস্ট উইকেট।