পুণে: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় ব্যাটসম্যানদের আত্মসমর্পণের পরেও দলের পাশেই দাঁড়ালেন প্রধান কোচ অনিল কুম্বলে। তিনি বলেছেন, ‘একটা দিন খারাপ যেতেই পারে। আমরা সবাই হতাশ। (কেএল) রাহুল ও অজিঙ্ক (রাহানে) যখন ব্যাটিং করছিল, তখন আমরা ভাল জায়গায় ছিলাম। কিন্তু রাহুল আউট হয়ে যাওয়ার পরেই আমরা পাঁচ-ছয় বলের মধ্যে চার উইকেট হারালাম। তার ফলেই আমরা কোণঠাসা হয়ে পড়ি। দুটি উইকেট সহজেই হারিয়েছি আমরা।’

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬০ রানের জবাবে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে গিয়েছে ভারতীয় দল। মালয়েশিয়া-জাত বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফি মাত্র ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ভারতের মাটিতে প্রথম টেস্টেই তিনি কামাল করেছেন। তবে ভারতের মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা পাল্লা দিয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন। মাত্র ১১ রানে ৭ উইকেট হারিয়েছে ভারত।

ভারতের এই ব্যাটিং বিপর্যয় প্রসঙ্গে কুম্বলে বলেছেন, ‘এই পিচে ব্যাটিং করা যথেষ্ট চ্যালেঞ্জের। তাই আমাদের আরও সংযমী ব্যাটিং করা দরকার ছিল। ঠিকমতো ব্যাটিং করলে যে এই পিচেও রান করা যায়, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে রাহুল আউট হয়ে যাওয়ার পরেই ধৈর্য হারিয়ে ফেলি। এই পিচে নিজেদের ব্যাটিং দক্ষতা প্রয়োগ করার পাশাপাশি আক্রমণ এবং কিছুটা সতর্ক ব্যাটিং করারও দরকার ছিল। কিন্তু আজকের দিনটা আমাদের ছিল না।’

অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি কুম্বলে বলেছেন, প্রথম দিন প্রথম সেশনে ৮০ রান এবং শেষ উইকেটে ৬০ রান করেই ভারতের হাত থেকে ম্যাচের রাশ কেড়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এখনও ম্যাচের তিন দিন বাকি। আগামীকাল নতুন দিন। ম্যাচে ফিরে আসতেই পারে ভারত।