মুম্বই: বিরাট কোহলিরা যে সাফল্য পেয়েছেন তা গত ২০ বছরে আর কোনও ভারতীয় দল পায়নি বলে কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। এই মন্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলেছেন, এ ধরনের তুলনাই তো করা যায় না। কারণ, অতীতের টিম এখনকার থেকে আলাদা ছিল। বিপক্ষ দলগুলিও আলাদা ছিল। বোলাররাও ভিন্ন।

আজহার আরও বলেছেন, যে সময়ের কথা শাস্ত্রী বলছেন, সেই সময়ে তিনি নিজেই তো ওই দলে ছিলেন।

একইসঙ্গে কোচ বিতর্কে ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচ অনিল কুম্বলের পাশেই দাঁড়িয়েছেন আজহার। কুম্বলের কোচের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি। অধিনায়ক কুম্বলের সঙ্গে সম্পর্ক যে পর্যায়ে চলে গিয়েছে, তাতে কোচের পদে আর থাকা সম্ভব নয় বলে জানিয়েছিলেন কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারত হেরে যাওয়ার পর কুম্বলে কোচের পদে ইস্তফা দেন।

আজহার বলেছেন, আত্মমর্যাদার স্বার্থে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কুম্বলে।

আজহার বলেছেন, ওর জন্য আমি খুবই দুঃখিত। কুম্বলের সঙ্গে এ রকম হওয়াটা খুবই দুঃখজনক। ওকে যতদূর জানি, তাতে মনে হয় কুম্বলে ও ধরনের মানুষ নন। হয়ত আত্মমর্যাদা বজায় রাখতে ইস্তফা দেওয়াকেই শ্রেয় মনে করেছেন কুম্বলে।