সেন্ট কিটস: বোলারদের মানসিকতা বুঝতে পারেন কুম্বলে৷ আর তাতে পরিস্থিতি বুঝে তাঁর টিপসে উপকৃত হচ্ছেন বোলাররা৷ কোচ কুম্বলের সম্পর্কে এমনই মন্তব্য করলেন রবিচন্দ্রন অশ্বিন৷ ক্যারিবিয়ান সফর তাঁদের কাছে যে চ্যালেঞ্জ, তাও স্বীকার করেছেন তিনি।

এক মাসও হয়নি দায়িত্ব নিয়েছেন৷ এর মধ্যেই একের পর এক নতুন ভাবনার আমদানি ও ক্রিকেটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ কোচ কুম্বলেকে জনপ্রিয় করে তুলেছে ক্রিকেটারদের মধ্যে৷ ওয়েস্ট  ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে কুম্বলে ক্রিকেটারদের হাল্কা মেজাজে রাখার জন্য পিকনিকের ছাড়পত্রও দিয়েছেন৷ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন দলের এক নম্বর স্পিনার অশ্বিন৷ প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি৷ কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে অশ্বিনের দাবি, কুম্বলে খুব ভাল বোঝেন বোলারদের মানসিকতা৷

 

তিনি বলেন, বোলারদের মানসিকতা বোঝা সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ সেই কাজটা করা সত্যিই খুব কঠিন৷ ম্যাচ হোক বা অনুশীলন, পরিস্থিতি ঠিক কিরকম তা বুঝে বোলারদের সঠিক পুথ দেখিয়ে দিচ্ছেন তিনি৷

 

 

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ৷ ক্যালিপসোর দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্পিনারদের কাছে৷ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাই অন্যতম সফল বোলার কুম্বলেই এখন ভরসার নাম অশ্বিন-মিশ্রদের কাছে৷