প্যারিস: এ যেন একেবারে এলেন, দেখলেন, জয় করলেন। দ্রুততম গোল করলেন, রেকর্ড গড়লেন, হ্যাটট্রিক করলেন। ফারিস স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে (Kylian Mbappe) যোগ্য সঙ্গ দিলেন মেসি (Lionel Messi) ও নেমার (Neymer)। পিএসজির (PSG) এই ত্রয়ী তাঁদের দুরন্ত ফুটবলে বাজিমাত করলেন। প্রতিপক্ষ লিলির বিরুদ্ধে লিগ ওয়ান-র ম্যাচে ৭-১ গোলে হারিয়ে দিল পিএসজি। জোড়া গোল নেমারের, একটি গোল করেন মেসি। 


এমবাপ্পের দ্রুততম গোল


ম্যাচের ৮ সেকেন্ডে এমবাপ্পের এই গোল লিগ ওয়ান-র ইতিহাসে দ্রুততম। কিন্তু ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে এমবাপ্পে এই গোলে ছুয়েছেন ৩০ বছর আগের একটি রেকর্ড। খেলা শুরুর পর বাঁশি বাজার মুহূর্তের মধ্যেই লিলির ডিফেন্সকে বোকা বানিয়ে মেসির বানানো বলে গোল করে সবাইকে অবাক করে দেন ফরাসি তরুণ স্ট্রাইকার। প্রথমার্ধে আরও তিনটি গোল হয়। গোলরক্ষককে একা পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান এমবাপ্পে। ২৮ মিনিটের মাথায় গোল করেন স্বয়ং মেসি নিজে। ৩৯ মিনিটে নেমারের পাস থেকে গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আশরাফ হাকিমি। এরপর প্রথমার্ধের বাঁশি বাজার আগে ম্যাচের ও পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন নেমার।


 



দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল পিএসজির


প্রথমার্ধের ধাক্কা সামলে উঠতে পারেনি লিলি। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করতে হয় তাদের। খেলার ৫২ মিনিটের মাথায় হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেমার। এরপর ৬৬ ও ৮৭ মিনিটে টানা ২টো গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। 


প্রিমিয়ার লিগের ম্য়াচে ড্র ম্যান সিটির


প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হয়েছিল নিউক্যাসল। আর সেই ম্যাচে ৩-৩ গোলে ড্র হল। ম্যান সিটির হয়ে গোল করেন গুন্ডাগাওন, হালান্ড ও সিলভা। কিন্তু ম্যাচে প্রতিপক্ষের তিনটি গোল হজমও করতে হয়। ফলে জয়ের রাস্তা বন্ধ হয়ে যায়। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ২টোতে জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি।