মুম্বই: বিরাট কোহলিদের হেড কোচের চাকরির পদে এবার আবেদন করলেন প্রাক্তন ম্যানেজার লালচাঁদ রাজপুত।
বর্তমানে রাজপুত জিম্বাবোয়ে দলের কোচের দায়িত্বে রয়েছেন। সরকারি হস্তক্ষেপের জন্য সেদেশের ক্রিকেট সংস্থাকে সম্প্রতি নির্বাসিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এরপরই, দেশের ক্রিকেট দলের হেড কোচের পদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন রাজপুত।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন রাজপুত। জানা গিয়েছে, কানাডা যাওয়ার পথে দুবাই বিমানবন্দর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে ই-মেলের মাধ্যমে নিজের আবেদনপত্র পাঠিয়ে দেন রাজপুত।
প্রসঙ্গত হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচের পদের জন্য আবেদনপত্র চেয়েছে বিসিসিআই। জিম্বাবোয়ে ছাড়াও আফগানিস্তান জাতীয় দল ও অসমের রঞ্জি দলেও কোচের ভূমিকা পালন করেছেন রাজপুত। পাশাপাশি, মুম্বই লিগের একটি দলের দায়িত্বেও দুবছরের জন্য ছিলেন মুম্বই দলের এই প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান।
এদিকে, রাজপুতের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, হেড কোচের দায়িত্ব না পেলেও, তাকে যদি ব্যাটিং কোচও করা হয়, তাতেও তিনি রাজি বলে বোর্ডকে তাঁর পাঠানো ই-মেলে জানিয়েছেন তিনি।
বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদ ৪৫-দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে মেয়াদ বাড়ানো হয়েছে বাকি সাপোর্টিং স্টাফদেরও।
ভারতীয় দলের নতুন কোচিং স্টাফদের নির্বাচন করবে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। ওই কমিটিতে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, প্রাক্তন হেড কোচ অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামী।
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদে আবেদন লালচাঁদ রাজপুতের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2019 01:34 PM (IST)
হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচের পদের জন্য আবেদনপত্র চেয়েছে বিসিসিআই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -